Jugersathi

গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস 

মনির মোল্যা
‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় এ উপলক্ষে আলোচনা সভার  আয়োজন করে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ  গোলাম কবিরের সভাপতিত্বে ও  বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক তাসনীম দোহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারওয়ার হোসেন। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বিএসটিআই‘র গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান ও সহকারি পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ্যাড. কাজী জিন্নাত আলী, স্বর্ণব্যবসায়ী সমিতির আহবায়ক চৌধুরী আবুল কালাম আজাদ, মাদারীপুরের পেট্রোলপাম্প মালিক মিজানুর রহমান, শারীয়তপুরের বেকারী মালিক মোঃ আলী আশরাফ, গণমাধ্যমকর্মী মাহামুদ আলী কবির, শহিদ চৌধূরী, শেখ মোস্তফা জামান প্রমূখ।
এতে  গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর  জেলার  উদ্যোক্তা, ব্যবসায়ী, পদস্থ সরকারী কর্মকর্তা,গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
Scroll to Top