Jugersathi

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের মাসিক ও বর্ধিত সভা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া সংবাদদাতা:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবের ২০২৬ সালের প্রথম মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সংবাদদাতা আফজাল হোসেন।

সভায় প্রেস ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। সভার অন্যতম প্রধান সিদ্ধান্ত হিসেবে প্রেস ক্লাবের বার্ষিক ট্যুরের বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া ক্লাবের সামগ্রিক উন্নয়ন, পেশাগত মানোন্নয়ন এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা ও রেজুলেশন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি রুবেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মুন্সী, দপ্তর সম্পাদক সমেশ বৈরাগী, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলীপ মন্ডল, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম শেখ এবং সাধারণ সদস্য তামিম ও ইকবাল হোসেন।

এছাড়াও অতিথি ও সক্রিয় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদের টুঙ্গিপাড়া প্রতিনিধি বিপুল ইসলাম, বাংলাদেশ সমাচারের পাভেল শেখ, রাকিবুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতার দায়িত্ব পালন এবং সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Scroll to Top