Jugersathi

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ জলিল মিঞা (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কোটালীপাড়া থানাধীন তারাশি গ্রামে এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারাশি গ্রামের বাসিন্দা জলিল মিঞার নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত জলিল মিঞা (৪১) উপজেলার তারাশি গ্রামের ওহাব আলী মিয়ার ছেলে।  তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত জলিল মিঞার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

Scroll to Top