Jugersathi

সময় শেষ, দলবদলে অংশ নেয়নি বাফুফে সভাপতির ক্লাবও

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)। চলতি মৌসুমে অংশগ্রহণকারী ক্লাবগুলোর খেলোয়াড় নিবন্ধনের শেষদিন ছিল গতকাল (রোববার)। আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ১১ দলের অংশগ্রহণ করার কথা। গতকাল শেষ দিনে বাফুফে আনুষ্ঠানিকভাবে নিজেদের এলিট একাডেমি ও পিডব্লিউডি’র খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। লিটল ফ্রেন্ডস, আরামবাগ ক্রীড়া সংঘ, নোফেল ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব গতকাল খেলোয়াড় তালিকা জমা দেয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ, নির্ধারিত সময়ের মধ্যে দলবদল সম্পন্ন না করা ক্লাবগুলোর মধ্যে অন্যতম বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়ালের নোফেল।

আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বেশ সংকটে রয়েছে ক্লাবগুলো। এরপরও দেশের ফুটবল এবং ফেডারেশনের স্বার্থে আমরা খেলার জন্য তৈরি, কিন্তু একটু সময় প্রয়োজন। ২৩ ফেব্রুয়ারি দলবদল শেষ করার পর মাত্র সাতদিনের প্রস্তুতিতে চ্যাম্পিয়নশিপ লিগ খেলা যায় না। এজন্য আমরা ফেডারেশনকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম দলবদলের সময় বাড়িয়ে খেলা কিছুদিন পর শুরুর জন্য।’

১ ফেব্রুয়ারি পেশাদার লিগ কমিটির সভায় ৪-২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নশিপ লিগের দলবদলের সময় নির্ধারিত হয়। ৪ মার্চ থেকে খেলা শুরুর সিদ্ধান্তও নেয় লিগ কমিটি। ১৬ ফেব্রুয়ারি ৯টি ক্লাব ফেডারেশনকে দলবদলের সময় বৃদ্ধির পাশাপাশি খেলা ঈদের পর দেওয়ার অনুরোধ করে চিঠি দেয়। সেই চিঠির একদিন পর ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের সূচি, আন্তর্জাতিক ব্যস্ততা ও বাস্তবতার নানা বিষয় তুলে ধরে লিগ কমিটির ঘোষিত সূচি অনুযায়ী দলবদলে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে ফিরতি চিঠি দেন ক্লাবগুলোকে।

Scroll to Top