Jugersathi

সংগীতশিল্পী প্রলয় চাকীর মৃত্যুতে চিকিৎসার অবহেলার অভিযোগ পরিবারের

জেলা প্রতিনিধি পাবনা
প্রলয় চাকীর মৃত্যুতে পাবনার সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কারাবন্দি পাবনার আওয়ামী লীগ নেতা এবং নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রলয় চাকীর মৃত্যুতে পাবনার সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়ে প্রলয় চাকীর পাবনার বাড়িতে ছুটে যান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও পাবনা ৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল এহসান খান রেয়নসহ শিল্পী শুভানুধ্যায়ীরা। শোক বিবৃতি দিয়ে সমবেদনা জানিয়েছেন পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম।
এদিকে প্রলয় চাকীর মৃত্যুকে ঘিরে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনেছেন তার পরিবার। অভিযোগ তদন্ত করে সঠিক বিচারের দাবি শিল্পীর পরিবারের। সংস্কৃতি সংশ্লিষ্টরা ও পরিবার জানায়, কারাবন্দী প্রলয় চাকী গত রোববার (১১ জানুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। সেসময় প্রলয় চাকী ও মলয় চাকী দুই ভাই ইত্যাদিসহ বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোতে গান গেয়ে সাড়া ফেলেন। এতোবড় মাপের সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হওয়া সত্ত্বেও তিনি মাটির টানে পাবনা ছেড়ে অন্য কোথায় যাননি। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তবুও তাকে রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে হয়েছে।
এ ব্যাপারে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, সকল দলমতের ঊর্ধ্বে একজন সংস্কৃতপ্রেমী ভালো মানুষ ছিলেন প্রলয় চাকী। সংগীত আর মানুষের উপকার তার প্রধান কর্ম ছিল। এই ব্যক্তির এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক।
পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে প্রলয় চাকী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী ও শিল্পী। তিনি এভাবে মারা যাবেন সেটা আমরা মেনে নিতে পারছি না।

Scroll to Top