মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে বৈধ কাগজপত্র ছাড়াই রমরমা ব্যাবসা করে আসছেন আল মদিনা বেকারী। স্থানীয় ভাবে জানাযায়, উপজেলার থানারোড থানা গেটের পশ্চিম পাশে অবস্থিত আল মদিনা বেকারী। এই বেকারীতে ২৫ থেকে ৫০ আইটেমের খাবার পন্য উৎপাদন হয়। বাজার ছাড়া প্রতি আইটেমের মালের দাম অনেক বেশী। সাধারনত ১ কেজি বিস্কিটের দাম ৪শ টাকা। ক্রয় ক্ষমতার বাইরে সব কিছুর মূল্য। কোন খরিদার দর কষাকষি করলে করাহয় দূব্যাবহার। স্থানীয় এক অভিযোগের ভিত্তিতে স্থানীয় সাংবাদিক বৃন্দ আল আমিন বেকারীতে গেলে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। আল মদিনা বেকারীর কর্মচারীদের সাথে যোগাযোগ করেলে এবং খাদ্য অধিদপ্তরের বি এস টি আই এর অনুমোদন আছে কিনা জানতে চাইলে তারা কিছুই বলতে নারাজ। মালিক পক্ষের লোকের সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার দেয়নাই। কোন ভাবে চেষ্টাকরে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। স্থানীয় ভাবে আরো জানাযায়, আল মদিনা বেকারীর কোন বৈধ কোন অনুমোদন নাই। অনুমোদন ছাড়াই আল আমিন বেকারী রমরমা বানিজ্য করিতেছে।