মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জ-১ আসন মুকসুদপুরে বিএনপির জাতীয় নিবাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম-এর ব্যাপকভাবে গণসংযোগ করেছেন। তিনি ৩ আগষ্ট দুপুরের পর মুকসুদপুর কলেজ মোড় থেকে গণসংযোগ শুরু করেন।
পর্যায়ক্রমে তিনি উপজেলার চন্ডিবরদী স্ট্যান্ড চৌরঙ্গী মোড় মহারাজপুর বনগ্রাম বাটিকামারীসহ বিভিন্নস্থানে গনসংযোগ করেন।
তিনি এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে তুলে ধরেন। তিনি বলেন বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশ আর পিছিয়ে থাকবে না। তিনি সবাই কে ঐক্যবদ্বভাবে কাজ করার নিদেশ দেন।
এবং একই দিনে তিনি বাটিকামারী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভায় যোগদেন। এসময় তারসাথে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আছাদ শিকদার, যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান স্বপন, সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান। সেচ্ছা সেবক দলের আহবায়ক মোঃ মেহেদী হাসান বিপ্লব মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা গাজী সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।