মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে চোর আটক করে গনধোলাই দিয়ে থানায় দিল এলাকা বাসী। এমন ঘটনা ঘটেছে উপজেলার প্রভাকরদী গ্রামে। প্রভাকরদী গ্রামের ওহিদ শেখের ছেলে উজ্জল শেখ জানান, ৯ জুলাই ২০২৫ রাতে খাওয়া দাওয়া শেষে নিজ বসত ঘরে ঘুমিয়ে ছিলেন।
অনুমান রাত ১. ০০ টা থেকে ২. ০০ টার মধ্যে চোর ওহিদুল ফকির (৩৬) কৌশলে দরজা খুলে বসত ঘরে প্রবেশ করে। চোর ওহিদুল ঘরের ভিতরে থাকা ওয়ারড্রব, সুকেচ ইত্যাদির কাপর চোপর নামাইয়া টাকা বা সোনার অলংকার খুজাখুজি করে।
এরমধ্যে শদ্বপেয়ে বাড়ীর মালিক উজ্জল শেখ জেগেওঠে। উজ্জল জেগে উঠলে চোর ওহিদুল দৌড়াইয়া ঘরথেকে বেরহয়। তখন উঠানে থাকা সবজির জাইংলায় জড়াইয়া চোর ওহিদুল মাটিতে পড়েযায়। তখন উজ্জল দৌড়াইয়া আসিয়া চোর ওহিদুলকে ধরিয়া ফেলে। তখন চোর ওহিদুলের হাতে থাকা লোহার বঠিদিয়ে উজ্জলকে কয়েকটা কোপদেয়।
তখন চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আসিয়া চোর ওহিদুলকে গনধোলাই দেয়। পরের দিন সকালে চোর ওহিদুলকে এলাকা বাসী থানায় নিয়ে এসে পুলিশের হাতে শপর্দ করে। গনধোলাই খেয়ে চোর ওহিদুল আহত হওয়ার কারনে থানা কর্তৃপক্ষ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করিয়া পুলিশ পাহারায় চিকিৎসা করায়। চোর ওহিদুল মুকসুদপুর উপজেলার কমলাপুর সৈয়ার মোড় গ্রামের কাশেম ফকিরের ছেলে। এব্যপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামালের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন করাহবে। কোন অপরাধীকে ছাড়দেওয়া হবেনা।