শহর প্রতিনিধি
ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর এলাকায় জোরপূর্বক জমি দখল ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খন্দকার মো. বেলাল।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০০৮ সালের ২৪ নভেম্বর আবু বক্কর ছিদ্দিক টিপুর কাছ থেকে বারাহীপুর মৌজার ৪০ ও ৫০২ নম্বর খতিয়ানে মোট ৮.৮৮ শতক জমি এওয়াজ দলিলের মাধ্যমে ক্রয় করেন। জমির মালিকানা পাওয়ার পর থেকে তিনি ভোগ দখল করে আসছিলেন।
তিনি অভিযোগ করেন, তাবলিগে দেশের বাইরে থাকাকালে বারাহীপুরে হাজী রিয়াজ উদ্দিন সড়কে আমার জমির ০.৮৭ শতক অংশ মহি উদ্দিন গং দখল করে সেখানে সেমিপাকা ঘর নির্মাণ করা হয়। অথচ ১৯৯৬ সালে মহি উদ্দিন সেই সম্পত্তি আবু বক্কর ছিদ্দিক টিপুর নিকট বিক্রি করে। এ বিষয়টি নিয়ে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে দেওয়ানি মামলা (৩৩৩/২০২৫) করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে খন্দকার বেলাল অভিযোগ করেন, মামলা করার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে । তাকে গুম করার ও বাড়িতে আগুন দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন অনলাইন পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
এ প্রসঙ্গে মহি উদ্দিন বক্তব্য নিতে মোবাইল নম্বর যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।