নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে রাজধানীর ঈদ বাজার। পরিবারের সদস্যদের জন্য নতুন জামাকাপড় কিনতে ছোট-বড় মার্কেট, বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট, শপিংমলে ভিড় করছেন সাধারণ মানুষ। পিছিয়ে নেই ফুটপাতের বেচাকেনাও। তবে, গতবছরের তুলনায় এবার পোশাকের দাম একটু বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের বাজেটে টান পড়ছে। বাজেটের মধ্যে মিলছে না পছন্দের পোশাক।
শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকেই মিরপুর ১, ২ ও ১০ নম্বরের বিভিন্ন শপিংমলে, ফ্যাশন হাউজে মানুষের ভিড় দেখা গেছে। বিশেষ করে ফ্যাশন হাউজগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে। জুমার নামাজের পর দোকানগুলোতে লোকজন পরিবার সমেত আসতে শুরু করে। ক্রেতার ভিড় থাকলেও বিক্রি খুব বেশি হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। ২০ মার্চে আগে-পরে বেতন বোনাস হলে কেনাকাটা জমে উঠবে বলে ধারণা তাদের।
বিকেলে সন্তানদের জন্য ঈদের পোশাক কিনতে একটি ব্র্যান্ডের দোকানে আসেন বেসরকারি চাকরিজীবী রেমি বাশার। মিনিট ২০ মিনিট যাচাই-বাছাই করেও বাজেটের মধ্যে মেয়ের জন্য একটি পোশাক কিনতে পারেননি তিনি।
রেমির ভাষ্যমতে, গতবার যে টাকায় নিজের জন্য, স্বামী ও তাদের ৫ বছরের মেয়ের জন্য কেনাকাটা করেছেন, এবার সেই টাকার পারবেন না।দ্বিগুণের বেশি টাকা খরচ হবে।
তিনি বলেন, সবখানেই দাম চড়া। ফুটপাতে ১৫০০ টাকার নিচে বাচ্চা মেয়েদের ফ্রক পাবেন না। ফ্যাশন হাউজগুলোতে পোশাকের দাম গতবারের তুলনায় ৫০০ থেকে হাজার টাকা বেশি।