Jugersathi

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের মানবিক উদ্যোগ: অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

টুঙ্গিপাড়া সংবাদদাতা

তীব্র শীত ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। এই শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাব।  বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শওকত হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন।

সভাপতির বক্তব্যে শওকত হোসেন মুকুল বলেন, “সাংবাদিকরা কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মানবিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই শীতবস্ত্র বিতরণ আমাদের সেই ক্ষুদ্র প্রচেষ্টারই অংশ। ভবিষ্যতেও আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই ক্ষুদ্র উপহারে যদি একজন মানুষেরও কষ্ট লাঘব হয়, তবেই আমাদের শ্রম সার্থক।”

দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম বিপুল ইসলাম বলেন, “তীব্র শীতে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ মানবেতর জীবনযাপন করছে। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই কমে আসবে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগতের প্রতিনিধি জাহিদুল ইসলামসহ প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

তীব্র শীতে কম্বল হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সুবিধাভোগীরা। তারা প্রেস ক্লাবের এই সহানুভূতিশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে বিশেষ প্রার্থনা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Scroll to Top