Jugersathi

টুঙ্গিপাড়ায় অপপ্রচার, হুমকী ও চাঁদা দাবীর প্রতিবাদে গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপপ্রচার, হুমকী ও চাঁদা দাবীর প্রতিবাদে ত্রিপল্লী শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক সুশান্ত মালাকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী বলেন, গণিত বিভাগের শিক্ষক সুশান্ত মালাকার বিভিন্ন সময় নিয়োগ রেজুলেশন দাবী করেন। এছাড়া ওই শিক্ষক আমার ও বাংলা শিক্ষক সুতৃষ্ণ বরের কাছে চাঁদা দাবী করেন। এমন কি বাংলা শিক্ষককে স্কুলে আসতে বাঁধা প্রদান করে। আমি চাঁদা দিতে না চাওয়ায় আমার বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত দূর্নীতির কথা বলে অপপ্রচার চালাচ্ছে। অথচ সরকারী ও ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে নিয়োগ হয়ে থাকে।

তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ করেছেন এবং তা মিথ্যা প্রমানিত হয়েছে। এছাড়া ওই শিক্ষক আয়া ইতিরানী চৌধুরীকি দিয়ে শ্লিতাহানির মিথ্যা অভিযোগ দিয়েছে। অথচ ওই আয়া বিদ্যালয়ের ২৬ শতাংশ জমি জোড় করে ভোগ দখল করছে। এমনকি শিক্ষক সুশান্ত মালাকার শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার জন্য চাপ দেন। প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করানোর হুমকী দেয়। আমি এসব ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাই।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ, বিপিএড রমানাথ বৈরাগী, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শংকর কুমার বিশ্বাস, হিন্দু ধর্ম শিক্ষক বিউটি রানী মন্ডল, বাংলা বিভাগের শিক্ষক সুতৃষ্ণা বর, ভৌত বিজ্ঞানের শিক্ষক জিলহাজ মোল্লা।

Scroll to Top