টিফিনের টাকা জমিয়ে ফরম কিনে অংশগ্রহণ করেন মেডিকেল ভর্তি পরীক্ষায়। সেই পরীক্ষায় মেধা তালিকায় সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন গোপালগঞ্জের নুরনাহার অন্তরা। তবে অর্থাভাবে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নুরনাহারের বাবা রুকু মল্লিক। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। দিনে যা আয় তা দিয়েই চলে তাদের চার সদস্যের সংসার। তার পক্ষে মেয়ের মেডিকেল কলেজে ভর্তির খরচ বহন ও পড়াশোনা চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব। তাই নুরনাহারের এমন সাফল্যের পরও দুশ্চিন্তায় পরিবার।
গোপালগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার দিনমজুর রুকু মল্লিক ও গৃহিণী পারুল বেগমের বড় মেয়ে নুরনাহার অন্তরা। ছোটবেলা থেকেই নুরনাহার অন্তরা পড়ালেখায় বেশ ভালো। ২০২২ সালে জেলা শহরের সরকারি বীনাপানি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০২৪ সালে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকেও জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। সর্বশেষ গত ১৭ জানুয়ারি দেশব্যাপী মেডিকেল ভর্তি পরীক্ষায় টিফিনের জমানো টাকা দিয়ে ফরম কিনে অংশগ্রহণ করেন। ২০ জানুয়ারি ফলাফল ঘোষণার পর জানতে পারেন, নুরনাহার সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছে। এ খবর জানার পর থেকে নুরনাহারের পরিবার খুশি হলেও একই সঙ্গে অর্থাভাবে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। আগামী ৪ ফেব্রুয়ারি নুরনাহারের ভর্তির শেষ দিন। সরকার ও সমাজের স্বহৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতার জন্য আবেদন জানিয়েছে তার পরিবার।
নুরনাহার অন্তরা বলেন, টিফিনের টাকা জমিয়ে আমি ফরম কিনে গত ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। ২০ তারিখে ফলাফল ঘোষণার পর জানতে পারি, সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। এ ঘটনায় আমিসহ পরিবার খুশি থাকলেও কিছুটা দুশ্চিন্তায় আছি। মেডিকেলে ভর্তিসহ পড়াশোনার যে ব্যয় বহুল খরচ তা আমার পরিবারের পক্ষে চালানো সম্ভব নয়। আমার বাবা একজন দিনমজুর। প্রতিদিন যা আয় হয় তা দিয়ে আমাদের সংসার চালানো কষ্টকর। আমি মেডিকেলে পড়াশোনা করে একজন ভালো ডাক্তার হতে চাই। আমার এই স্বপ্ন যেন ভেঙে না যায় এজন্য সরকারের কাছে অনুরোধ- তারা যেন আমার পাশে দাঁড়ায়।