Jugersathi

গোপালগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ আছমা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর থানাধীন ঘেনাসুর গ্রামে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আছমা বেগমের নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে এই ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আছমা বেগম ঘেনাসুর গ্রামের হবি শেখের স্ত্রী এবং সাহেব আলী খাঁর মেয়ে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

কর্তৃপক্ষের বক্তব্য: গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, জেলার মাদক নির্মূলে ডিএনসি-র এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Scroll to Top