Jugersathi

গোপালগঞ্জে বিভিন্ন জেলার ৬ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিজ্ঞান মেলা

স্টাফ রিপোর্টার

সারা দেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন উৎসবে। যেখানে তারা তুলে ধরেছেন তাদের গবেষণালব্ধ উদ্ভাবন ও বিভিন্ন বৈজ্ঞানিক ধারণা। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বিজ্ঞান উৎসব “হ্যালোজেন”। শুক্রবার (২৪ অক্টোবর) শুরু হওয়া বিজ্ঞান উৎসব “হ্যালোজেন” পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায়।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এই ৩টি অংশে ভাগকরা হয় দুই দিনের এ বিজ্ঞান মেলাটি। যার মূল প্রতিপাদ্য ছিল যেখানে কৌতুহল উদ্ভাবনের সাথে মিলিত হয়।

গোবিপ্রবি‘র বিজ্ঞান ক্লাবের সাধারন সম্পাদক মোঃ সায়েম উদ্দিন মুসা জানান, গোবিপ্রবি বিজ্ঞান ক্লাব আয়োজিত মেলায় স্কুলের শিক্ষার্থীদের প্রতিযোগিতার বিষয় ছিল- প্রজেক্ট শো, ড্রইং ও রুবিকস কিউব, কলেজ সেগমেন্টে ছিল প্রজেক্ট শো, রুবিকস কিউব ও এআই। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় পোস্টার প্রেজেন্টেশন, রিসার্চ আইডিয়া, সাইন্টিফিক কেস স্টাডি, জিনোমিক অলিম্পিয়াড, কেম কুইস্ট ও এআই প্রতিযোগিতায়।

গোবিপ্রবি‘র বিজ্ঞান ক্লাবের সভাপতি মোঃ শাকিবুল আলম বলেন,   উৎসবে বাড়তি আকর্ষণ ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর দুটি বাস। প্রতিযোগিতা শেষে ৩টি বিভাগের ৩ জনের হাতে চেম্পিয়ানের ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সোহেল হাসান। আগামীতে এমন আয়োজন অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন এই আয়োজক।

Scroll to Top