Jugersathi

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে শাকিল আহমেদ (২১) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাকিল সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে।
শাকিলের চাচাতো ভাই মেহেদী হাসান জানান, এবছর এইচএসসি পাশ করে শাকিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় কোচিংও শুরু করেছিল। দুই দিন আগে বাড়িতে এসেছে। শুক্রবার ফজরের নামাজ আদায় করে বাড়ি থেকে রেললাইন দিয়ে হাটছিল। কানে ইয়ারফোন লাগানো ছিল তার। এ সময় ঘোড়াপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ট্রেন তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শাকিল।
ভাঙ্গা রেলওয়ে থানার এস আই সাফুর আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। পরবর্তীতে দুপুরে আবেদনের প্রেক্ষিতে শাকিলের লাশ তার পরিবারের কাছে হতান্তর করা হয়েছে।

Scroll to Top