স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জ সদর উপজেলার অর্ধশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনা বীজ এবং পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় সার-বীজ ও কৃষি উপকরণ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণের আয়োজন করে।গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় বিনামুল্যে ৪০ জন কৃষককে ৫০০ গ্রাম করে ৭ প্রকারের সবজির বীজ বিতরন করা হয়। এছাড়া চলতি অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ১০ জন কৃষককে ৩ মৌসুমের ১৯ প্রকারের বীজ, ৩০ কেজি জৈব সার, ৫ কেজি পটাশসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়।