Jugersathi

গোপালগঞ্জের মুকসুদপুরে মোচনা ও কাশালিয়া ইউনিয়নের পক্ষথেকে বি এন পির গনমিছিল

ষ্টাফ রিপোটার
গোপালগঞ্জের মুকসুদপুরে বি এন পির গন মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোচনা ইউনিয়নের বি এন পি ও তার অঙ্গ সংগঠন গনমিছিলের আয়োজন করেন। ২৩ অক্টবর বিকালে মোচনা ইউনিয়নের খানপুড়া বাজার বটতলা থেকে গনমিছিলটি শুরুকরে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। নওহাটা বাজারে এসে গনমিছিলটি শেষহয়। এসময় বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরন করেন।
এসময় গনমিছিলে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন মুকসুদপুর উপজেলা বি এন পির সভাপতি আঃ ছালাম খান, সাধারন সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, পৌর বি এন পির সাধারন সম্পাদক মোঃ মিন্টু শরীফ, আরো উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বি এন পির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ, যুগ্ন সম্পাদক মোঃ মাহফুজ মেম্বর, মোঃ শিপন মোল্যা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আছাদ শিকদার, মোচনা ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক শাহিদুল শিকদার সহ বি এন পি ও তার অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। গনমিছিল শেষে সকলের মাঝে মিষ্টি বিতরন করাহয়। পরের দিন ২৫ অক্টবর একই ভাবে কাশালিয়া ইউনিয়ন বি এন পি ও তার অঙ্গ সংগঠন গনমিছিল করেন। গনমিছিলটি কাশালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর থেকে শুরুকরে ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করেন। এসময় বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরন করেন। গনমিছিলটি কাশালিয়া নতুন বাজার এসে শেষহয়। গনমিছিল শেষে বক্তব্যে রাখেন, উপজেলা বি এনপির সাধারন সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, সহ-সভাপতি শফিউল আলম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হেদায়েত হোসেন, কাশালিয়া ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ ফারুক হোসেন মিনা, কাশালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অশোক সাহা, ও সন্তোষ বাড়ৈ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ বাবুল শিকদার। এসময় বি এন পি ও তার অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Scroll to Top