লিয়াকত হোসেন লিংকন
গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদা না পেয়ে শিক্ষা কর্মকর্তা-শিক্ষকদের লাঞ্ছিত ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষা কর্মকর্তারা।
বুধবার (১৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে এ কর্মসূচী পালন করেন তারা।
মানববন্ধন কর্মসূচীতে প্রায় তিন শতাধিক শিক্ষক-সহকারী শিক্ষা কর্মকর্তা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ, নবীন কুমার রায়, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল চৌধুরী, মনিরুল হাসান বুলবুল, শিক্ষক শরীফ মাসুদুন নবী, কুতুব উদ্দিন, আসিফ আহমেদ, মামুনুর রশিদ প্রমুখ।
বক্ততারা বলেন, ‘শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক লাঞ্ছিত, শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজির যে ঘটনা ঘটেছে। তা খুবই দুঃখজনক। ঘটনার মূল হোতা চাঁদাবাজ লিটন শিকদারকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। কর্মকর্তা-শিক্ষকদের সম্মান রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে কঠোর কর্মসূচী ঘোষণার হুশিয়ারী দেন তারা।
উল্লেখ, গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে লিটন শিকদার নামে এক যুবক উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রধান শিক্ষকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। পরবর্তীতে মঙ্গলবার বিকেলে ওই যুবক লোকজন নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নানা প্রশ্ন তুলে শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারকে মারতে উদ্যত হয়। এ সময় উপস্থিত মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ আহমেদ বাঁধা দিলে তাকে ধাক্কা দেন। পরে সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখের কক্ষে গিয়ে তাকে এবং অপর সহকারী শিক্ষা কর্মকর্তা নবীন কুমার রায়কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই যুবক। পরবর্তীতে তারা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নেন।