Jugersathi

 কাশিয়ানীতে দেশীয় অস্ত্র উদ্ধার করলেন যৌথ বাহিনী

স্টাফ রিপোর্টার  
কাশিয়ানী বাজার, গোপালগঞ্জ থেকে দেশীয়  অস্ত্র সহ নিষিদ্ধ ছাত্র সংগঠন ‘ছাত্রলীগ’-এর সদস্য যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী, এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে পরিচালিত একটি সফল যৌথ অভিযানে দেশীয়  অস্ত্রসহ এক জনকে গ্রেফতার করেছে । গোপনসংবাদ ভিত্তিতে  ০৩ জুলাই ২০২৫ তারিখ ভোররাতে ০২:০০ ঘটিকা হতে ০৬:৫০ ঘটিকা পর্যন্ত কাশিয়ানী বাজার বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর সক্রিয় সদস্য নাহিদ হাসান অপু (২৬), পিতা – আব্দুর রাজ্জাক শেখ (স্থানীয় আওয়ামী লীগের দলের সদস্য।
অভিযানকালে অভিযুক্তের হেফাজত থেকে ৮টি চাপাতি ১টি লম্বা ছুরি (সোর্ড) ১টি কাস্তে ১টি বড় আকারের ছুরি
১টি কুড়াল ১টি কাঁচি ১টি মোবাইল ফোন ২টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয় ।
Scroll to Top